গণঐক্যের সমর্থিত এমডিএম বাংলাদেশে মুসলিম লীগ মনোনীত হারিকেন প্রতীক আসন্ন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা আজ মঙ্গলবার নবাব স্যার সলিমুল্লাহর বেগমবাজারের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে। মাজারে জিয়ারতে অংশগ্রহণ করবেন গণঐক্যের চেয়ারম্যান ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ববি হাজ্জাজ, মুসলিম লীগ সভাপতি সাবেক এমপি বদরুদ্দোজা সুজা, মুসলিম লীগ ও গণঐক্যের মহাসচিব কাজী আবুল খায়ের, মুসলিম লীগ নির্বাহী সভাপতি আবদুল আজিজ হাওলাদার, স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, ডিএলের মহাসচিব ও ময়মনসিংহ-৮ আসনের গণঐক্যের প্রার্থী সাইফুদ্দিন মনি, মুসলিম লীগ সহসভাপতি মো: কুদরুদউল্লাহ, সাংগঠনিক সম্পাদক এস এইচ খান আসাদ, এনডিএমের যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, দফতর সম্পাদক লায়ন নুরুজ্জামান হিরাসহ কেন্দ্রীয় ও মহানগরী নেতারা। বিজ্ঞপ্তি।