ndm
06 Sep
হাসিনার নির্দেশে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে হত্যাচেষ্টা

শেখ হাসিনার নির্দেশে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের ওপর হত্যাচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে এনডিএম-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি। 

 

আজ শনিবার (৬ সেপ্টেম্বর ) দুপুরে ববি হাজ্জাজের গুলশানের বাসায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

 

প্রেস ব্রিফিংয়ে এনডিএম মহাসচিব মোমিনুল আমিন লিখিত বক্তব্যে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

 

নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর সহ-সভাপতি মোস্তফা আল নাফিসের নির্দেশে ছাত্রলীগ কর্মী মো. নূর (২৫) ববি হাজ্জাজের গুলশান বাসভবনে প্রবেশের চেষ্টা করলে দেহরক্ষীরা তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে শেখ হাসিনার নির্দেশে বোমা হামলার মাধ্যমে ববি হাজ্জাজকে হত্যার পরিকল্পনায় এসেছিল। তার মোবাইল ফোন থেকে এ সংক্রান্ত তথ্য-প্রমাণও পাওয়া গেছে। পরে গুলশান থানা পুলিশ নূরকে আটক করে থানায় নিয়ে যায়।

 

গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানা যায়, বনানীতে অবস্থিত এনডিএম চেয়ারম্যান কার্যালয়ে বোমা সদৃশ বস্তু রাখা হয়েছে। বনানী থানা পুলিশ ইতোমধ্যেই কার্যালয় তল্লাশি চালিয়েছে এবং সেটিকে নজরদারির আওতায় রেখেছে।

 

লিখিত বক্তব্যে এনডিএম মহাসচিব বলেন, ববি হাজ্জাজ শুধু জুলাই অভ্যুত্থানের সাহসী যোদ্ধাই নন, তিনি ছিলেন হাসিনা ফ্যাসিবাদের বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বর। খুনি হাসিনা তার প্রতিবাদী কণ্ঠস্বর চিরতরে নিস্তব্ধ করার জন্য এই হত্যাচেষ্টা চালিয়েছে।

 

তিনি আরও বলেন, ২০১৩ সালে বিনাভোটের নির্বাচনের বিরুদ্ধে সাহসী অবস্থান নেয়ার কারণে র‌্যাব ববি হাজ্জাজকে গুম করে এবং পরবর্তীতে জোরপূর্বক লন্ডনে পাঠানো হয়। জুলাই আন্দোলনের সময় তিনি পুলিশের গুলিতে আহত হন এবং পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনা ও আওয়ামী লীগের বিচার চেয়ে প্রথম অভিযোগ দায়ের করেন। তাঁর উদ্যোগেই হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের দুর্নীতি বিশ্বব্যাপী প্রকাশিত হয় এবং সে মন্ত্রিত্ব হারায়।

 

এনডিএম মহাসচিব বলেন, এ হত্যাচেষ্টা আসলে জুলাই আন্দোলনের ওপর আঘাত। এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং জাগপার সভাপতি খন্দকার লুতফর রহমানের ওপরও হামলা হয়েছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একই ষড়যন্ত্রের অংশ।

 

তিনি সরকারের প্রতি দাবি জানান, আওয়ামী দোসরদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ক্র্যাকডাউন চালাতে হবে এবং প্রশাসনের ভেতরে যারা এখনো হাসিনার প্রতি আনুগত্য লালন করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

 

মোমিনুল আমিন বলেন, আমরা বিএনপির নেতৃত্বে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানাচ্ছি। আওয়ামী ফ্যাসিবাদ আবার ফিরে আসতে চাইলে কেউ রক্ষা পাবে না।

 

মোমিনুল আমিন ঘোষণা দেন, ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার প্রতিবাদে এনডিএম রাজপথে শক্ত আন্দোলন গড়ে তুলবে। আওয়ামী ফ্যাসিবাদকে চিরতরে নির্মূল না করা পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Related Post