ndm
05 Aug
‘তারা আজ সর্বসম্মুখে নেই, কিন্তু তারাই সত্যিকারের নায়ক’

জুলাই নায়কদের সাহস আর আত্মত্যাগকে স্মরণ করে এনডিএম'র চেয়ারম্যান ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ববি হাজ্জাজ বলেছেন, তারা আজ সর্বসম্মুখে নেই, কিন্তু তারাই সত্যিকারের নায়ক।

 

জুলাই-আগস্ট বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট মঙ্গলবার তেজগাঁওস্থ আলোকি মিলনায়তনে REV FEST 2025 (AN ODE TO UNSUNG HEROES) এর আয়োজন করে এনডিএম।

 

 

ববি হাজ্জাজ বলেন, এই উৎসব কেবল একটি অনুষ্ঠান নয়, বরং একটি শ্রদ্ধাঞ্জলি তাদের প্রতি, যারা নিঃস্বার্থভাবে লড়েছে, দেশের জন্য প্রাণ দিয়েছে- আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

তিনি বলেন, দীর্ঘদিন ধরে তাদের ত্যাগের স্বীকৃতি দেওয়া হয়নি। এই শিক্ষার্থীরা শুধুমাত্র দেশের বাইরে চলে যাওয়ার স্বপ্ন দেখেনি, বরং দেশের জন্য মাঠে দাঁড়িয়েছে, অদম্য সাহস নিয়ে লড়েছে। স্বৈরাচারের পতনে তাদের রক্ত, ঘাম ও আত্মত্যাগের ভূমিকা ছিল অপরিসীম।

 

এনডিএম'র চেয়ারম্যান বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন লড়েছে, যখন অন্যরা পিছিয়ে গেছে। তারা দেশপ্রেমের নতুন সংজ্ঞা সৃষ্টি করেছে—প্রমাণ করেছে, বাংলাদেশের তরুণরা দেশের মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গ করতেও দ্বিধা করে না।

আজ আমরা একত্রিত হয়েছি REV FEST 2025-এ, যা এই তরুণ বীরদের প্রতি কৃতজ্ঞতার প্রতীক। সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই উৎসব, তাদের অবদানকে সম্মান জানানোর একটি ক্ষুদ্র প্রচেষ্টা।

Related Post