ndm
14 Aug
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গর্জে উঠুন -ববি হাজ্জাজ

ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এক প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে মুসলিম-অধ্যুষিত রাজ্যটির বিশেষ সুবিধা দেওয়া সাংবিধানিক আইনটি বাতিল করে ধারাবাহিকভাবে মুসলিমদের উপর মানসিক অত্যাচার চালিয়ে আসছে। কাশ্মিরের অধিকার কেড়ে নেবার মাধ্যমে এখন তা সহিংস রুপ নিয়েছে। ভারতের বিজেপি সরকার তো উল্টো এই সুজগ নিতে চেষ্টা করছে আসামে। এনডিএম ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। আমরা দেশের জনগণকে সাথে নিয়ে তাঁদের সীমান্ত অভিমুখে যাত্রা করে এই আগাসনের বিরুদ্ধে গর্জে উঠব”।  বলেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

আজ ৭ই সেপ্টমবর, ২০১৯ ইং রোজঃ শনিবার বিকাল ৩.৩০ ঘটিকায় ঢাকার রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনের সেমিনার হলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি ভারতের কাশ্মীরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণে এক প্রতিবাদী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “আসামে ১৯ লক্ষ লোকের নাগরিকত্ব বাতিলের মাধ্যমে তাঁরা সুকৌশলে ভারত থেকে মুসলিম বিতাড়িত করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। আমরা এই মুহূর্তে ১০/১৫ লক্ষ রোহিঙ্গাদের নিয়ে বড় ঝামেলায় আছি, যার সমাধান আওয়ামী লীগ সরকার করতে পারছে না। মিয়ানমারকে কোন প্রকারের হুমকি দিতেও তারা নারাজ, তাহলে মিয়ানমার  কেন কোন সমাধানে আসবে, বিশেষ করে যখন ভারত, চীন কেউই আমাদের হয়ে কথা বলছে না।

জাতীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মুসলিম লীগের মহাসচিব কাজী আবুর খায়ের, বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. রেজাউল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাড. ইয়ারুল ইসলাম, জেএসডি (রব) এর মহাসচিব আব্দুল মালেক রতন, পিডিপি’র যুগ্ম মহাসচিব মোঃ মনির, গণফ্রন্ট’র সভাপতি এ্যাড. জাকির হোসেন।

এনডিএম যুগ্ম মহাসচিব হুমায়ন পারভেজ খানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রতিবাদী সভায় স্বাগত বক্তব্য রাখেন এনডিএম যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনডিএম দপ্তর সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা।

Related Post