ndm
01 Jul
চব্বিশের গণঅভ্যুত্থানে আহত-নিহতদের জন্য এনডিএম’র দোয়া মাহফিল

❝২০২৪ এর গণঅভ্যুত্থান❞-এ আওয়ামী ফ্যাসিস্ট দ্বারা দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার উপর চালানো গণহত্যায় আহত, নিহত এবং তাঁদের পরিবারবর্গের জন্য এক বিশেষ দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর মালিবাগ মোড়ে দলের মহানগর কার্যালয়-এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন এনডিএম উচ্চ পরিষদের সদস্য হুমায়ূন পারভেজ খান এবং সঞ্চালনা করেন ছাত্র আন্দোলনের সভাপতি মাসুদ রানা জুয়েল। মাহফিলে আরও উপস্থিত ছিলেন, দলের ভাইস চেয়ারম্যান ফারুক-উজ-জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি, নির্বাহী সদস্য নুর উল্লাহ, যুব আন্দোলনের সভাপতি আদনান সানিসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।

উচ্চ পরিষদ সদস্য হুমায়ূন পারভেজ খান বলেন, ‘আমরা এই দোয়া মাহফিলের মাধ্যমে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাঁদের, যাঁরা স্বৈরাচারের দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছেন। জুলাই- আগস্টে যেসব নিরীহ নাগরিক স্বৈরাচার ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের গুন্ডাবাহিনী ও পুলিশবাহিনী দ্বারা সহিংসতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন, তাঁদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। আমরা তাঁদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁদের পরিবারবর্গের জন্য ধৈর্য ও শান্তি কামনা করি। পাশাপাশি, আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি’।  

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে নৃশংসতা এবং ছাত্র-জনতা হত্যাকান্ডে জড়িত সকলের দ্রুত ও নিরপেক্ষ বিচার হোক এবং ফ্যাসিস্ট হাসিনা এবং তার সকল দোসর ও পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনা হোক। এনডিএম বিশ্বাস করে, বিচারহীনতার অবসান ঘটিয়ে শান্তি, ন্যায়বিচার ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা’।

মাহফিলে দোয়া পরিচালনা করেন ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ ফরিদ।

Related Post