ndm
14 Aug
news photo
নারী ও শিশু নির্যাতনের সাম্প্রতিক চিত্র ভয়াবহ : ববি হাজ্জাজ

আমাদের দেশে নারী ও শিশু নির্যাতনের সাম্প্রতিক চিত্র ভয়াবহ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘আমরা প্রায় ২০ বছর আগে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের এক নেতার বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের শতক পূর্তির মতো বিকৃত উৎসব দেখেছিলাম। এই বছর জুন মাস পর্যন্ত প্রায় ৪০০টি কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে। মারা গেছে ১৬ জন।’

আজ শনিবার বিকেলে তৃণমূল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা, বড়পুকুরিয়া কয়লা খনি, রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, নিউরোসায়েন্স হাসপাতালসহ সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতি বন্ধ এবং দেশব্যাপী ক্রমবর্ধমান নারী ও শিশু ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এই প্রতিবাদী আলোচনা সভার আয়োজন করে এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

ববি হাজ্জাজ বলেন, ‘নাটক, সিনেমা, টিভি বিজ্ঞাপন, ভাষ্কর্যে অবাধ যৌনতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আইন ও সালিশ কেন্দ্রের প্রধানের মুখ থেকেও আজ শুনছি ইন্টারনেটের অপব্যবহারের কারণে আজ শিশুরা যৌন নির্যাতনের মুখোমুখি হচ্ছে। তাহলে ডিজিটাল বাংলাদেশ করে আমরা আজ এক নিরাপত্তাহীন সমাজ উপহার পেয়েছি।’

তিনি বলেন, ‘ভাবা যায় না, এক কেজি গরুর মাংস প্রায় ৬০০ টাকা। যেখানে ধানের দাম মণ প্রতি গড়ে মাত্র ৪০০ টাকা। কোথায় যাবে সাধারণ মানুষ? সুশাসন না থাকলে, জবাবদিহিতা না থাকলে, সংসদে এবং রাজপথে কার্যকর বিরোধী শক্তি না থাকলে সমাজের সর্বস্তরে ত্রাসের রাজত্ব কায়েম হয়। আমরা রুপপুর পারমানবিক কেন্দ্রে বালিশ দুর্নীতির কথা শুনেছি। ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালে ২০১৮-১৯ অর্থবছরে ২০০টি পণ্য কেনা হয়েছে বাজার মূল্য থেকে প্রায় ২০ থেকে ৫০ গুণ বেশি দামে।’

এনডিএম চেয়ারম্যান বলেন, ‘আমাদের ব্যাংকিং ও অর্থনৈতিক খাতে দুর্নীতির বিচার না হওয়া, দেশ থেকে অবৈধভাবে বিপুল অঙ্কের মুদ্রা পাচারের ঘটনা, সারা দেশে অবৈধভাবে সরকারি খাসজমি, নদী ও জলাশয় দখল, মানব পাচার, রেল যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা, সীমান্তে ও মহাসড়কে চাঁদাবাজি, খাদ্যপণ্যে ভেজাল আমাদের হতাশ করেছে। টিআইবির রিপোর্ট অনুসারে রাজনৈতিক সদিচ্ছার অভাবে বেতন বাড়লেও জনপ্রশাসনে শুদ্ধাচার চর্চা সঠিকভাবে হচ্ছে না। এসব কারণে জনগণের মধ্যে চাঁপা আর্তনাদ, যাতে ভেসে যাচ্ছে সকল উন্নয়ন।’

এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্মদপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মো. ইসমাইল হোসেন, যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল, মো. সুমন, দিদার আলম, ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাসুদ রানা জুয়েল প্রমুখ।

Related Post