ববি হাজ্জাজের দল নিবন্ধনে হাইকোর্টের রুল

ঢাকা: ববি হাজ্জাজের নেতৃত্বে গঠিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নিবন্ধন কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (৮ জুলাই) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

ববি হাজ্জাজ এক সময় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

দুই সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব ও উপ সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

পরে ব্যারিস্টার রাশনা ইমাম সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন যে চিঠি দিয়ে নিবন্ধন আবেদন বাতিল করেছে, সেই চিঠিতে বলা হয়েছে, যেভাবে গঠনতন্ত্র সংশোধন করার কথা সেভাবে করা হয়নি। এ কারণে নিবন্ধন আবেদন বাতিল করা হয়েছে। কিন্তু কিভাবে গঠনতন্ত্র সংশোধন করা হবে সেটি চিঠিতে বলা হয়নি। রিটের পর শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেছেন।

২০১৭ সালের ২৪ এপ্রিল রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করা হয় এনডিএম।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
ইএস/আরবি/

https://www.banglanews24.com/politics/news/bd/662844.details?fbclid=IwAR0zzR7til4xz2Ny6ydOkDB8PUQL66_Bj0JxJRexGfRUzjjBlT2x0VK44J8

Resolve Bobby Hajjaj’s registration bid: HC

The High Court today directed the Election Commission to resolve the registration application of Bobby Hajjaj’s party National Democratic Movement in two weeks.

The bench of Justice Moyeenul Islam Chowdhury and Justice Md Ashraful Kamal passed the order following a writ filed by Hajjaj challenging the Election Commission’s “inaction”.

The commission will have to settle the registration application in two weeks after receiving the court order, Deputy Attorney General Ekramul Haque Tutul told The Daily Star.

Bobby Hajjaj submitted his application to the Election Commission on December 23 last year, but it did not dispose the application as he had shortage of some relevant papers.

The EC on April 8 this year asked Bobby Hajjaj to submit the papers by April 22. Accordingly, Hajjaj submitted the papers to the commission on April 18, DAG Tutul said.

As the application was not disposed even after receiving the necessary papers, Bobby Hajjaj recently submitted the writ petition to the HC challenging the EC’s inaction.

Barrister Akhtar Imam and Barrister Rashna Imam appeared for the writ petitioner.

https://www.thedailystar.net/news/bangladesh/news/water-scarcity-hampers-jute-processing-3074601

খুব সহজেই মানুষের সঙ্গে মিশে যেতে পারতেন তাজিন : ববি হাজ্জাজ

জীবনের মায়া কাটিয়ে চলে গেলেন অভিনেত্রী তাজিন আহমেদ। গতকাল মঙ্গলবার রাজধানীর রিজেন্ট হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তাকে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর এই হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।

নিভৃতচারী এই অভিনেত্রীর মৃত্যু শোকের মিছিল নামিয়ে দিয়েছে। কাল থেকেই তাজিনকে এক নজর দেখতে ছুটে আসেছেন তার সহকর্মীরা। কাঁদছেন, স্মৃতিচারণ করছেন। বলছেন তাজিনের নানা গুণ ও সুন্দর স্বভাবের কথা।

গেল বছর ববি হাজ্জাজের বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) দলে যোগ দিয়েছিলেন তাজিন। পেয়েছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সম্পাদক (সাংস্কৃতিক) পদ। দলের গুরুত্বপূর্ণ কর্মীর মৃত্যুর পর তাকে শেষ দেখা দেখতে এসেছিলেন ববি। আজ বুধবার জোহর নামাজ শেষে গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয় তাজিনের জানাজা। সেখানে অংশও নেন তিনি।

জানাজা শেষে তাজিন আহমেদ সম্পর্কে স্মৃতিচারণ করেন ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘তাজিন আহমেদ একজন জনপ্রিয় অভিনেত্রী, এই পরিচয়েই আমি তাকে চিনতাম। যখন তিনি আমাদের দলে যোগ দিলেন তখন তাকে কাছ থেকে দেখার সুযোগ হলো। অত্যন্ত ব্যক্তিত্ববান মানুষ ছিলেন তিনি। তার বিনয় মুগ্ধ করে যেত। সবাই খুব পছন্দ করতেন তাজিন আহমেদকে। উনার চেহারায় সাদামাটা একটা ব্যাপার ছিলো যা সহজেই তার প্রতি আগ্রহ তৈরি করতো।’

তিনি আরও বলেন, ‘যখন তাজিন আহমেদ দলে যোগ দিলেন তখন নিয়মিত ছিলেন। কিছু সময় পরে তাকে খুব একটা দেখা যেত না। আর তার সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগও ছিলো না। তাকে যতোটা দেখেছি, বিনা বাক্য ব্যায়ে বলা যায় এমন মানুষ শ্রদ্ধার যোগ্য। তাজিন আহমেদের আত্মা শান্তিতে থাকবে, এই প্রত্যাশা করছি। সবাই তার জন্য দোয়া করবেন, তার মায়ের জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, আজাদ মসজিদে জানাজা শেষে তাজিন আহমেদের মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে। সেখানে তার বাবার কবরেই তাকে সমাহিত করা হবে।

https://www.jagonews24.com/entertainment/news/429128?fbclid=IwAR2qHPZruLw5dm_3mcKQDYS_pTrY_ZPswF29gYuJ5rVViML6Hiah4k05YY4

‘লজ্জায় গণমাধ্যমের সামনে আসেন নাই সিইসি’

ঢাকা: সদ্য সমাপ্ত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ভোট কারচুপি আর অনিয়মের কারণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা গণমাধ্যমের সামনে আসেন নাই।

দলটির মিডিয়া কর্মকর্তা মো. ফজলে এলাহী তুষার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে ববি হাজ্জাজ এমন প্রতিক্রিয়া জানান।গত ১৫ মে (মঙ্গলবার) খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে গণমাধ্যমে বেশকিছু ভোটকেন্দ্র দখল এবং ভোট কারচুপির চিত্র উঠে আসে।

এ ব্যাপারে ববি হাজ্জাজ বলেন, বর্তমান নির্বাচন কমিশন (ইসি) শুরুতে নারায়ণগঞ্জ এবং কুমিল্লা সিটিতে ভালো নির্বাচন উপহার দিয়ে আশা জাগালেও ক্রমশ তাদের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হচ্ছে। সদ্য সমাপ্ত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে যেভাবে প্রশাসন কাজ করেছে তা দেখে জাতি হতাশ।

তিনি বলেন, তফসিল ঘোষণার পর থেকেই নিয়ম বহির্ভূতভাবে নতুন নতুন মামলায় সরকারি দলের প্রতিপক্ষের নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে। ভোটের আগে পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া এবং ভোটের দিন কেন্দ্র দখল আর জাল ভোটের মহোৎসব দেখেও ইসি চুপ ছিলো।

সদ্য নির্বাচিত খুলনার নগরপিতা তালুকদার আব্দুল খালেক এই নির্বাচনের মাধ্যমে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কালিমা লেপন করলেন। অন্যদিকে দল হিসাবে বিএনপি গণতন্ত্রের পক্ষে এবং খুলনাবাসীর ভোটাধিকার রক্ষায় সোচ্চার না হলেও তাদের মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম মঞ্জু সাহসী ভূমিকা রেখেছেন। এনডিএম তাকে অভিনন্দন এবং গণতন্ত্র রক্ষায় এনডিএম’র সাথে কাজ করার আহ্বান জানাচ্ছে, বলেন ববি হাজ্জাজ।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক এই উপদেষ্টা বলেন, এ ধরনের একটি বিতর্কিত নির্বাচন করার পর লজ্জায় গণমাধ্যমের সামনে আসেন নাই প্রধান নির্বাচন কমিশনার। ইসির কাছে দাবি জানাচ্ছি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কাজ করুন এবং দ্রুত নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়াটি শেষ করুন।

একইসঙ্গে গাজীপুরের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্থগিত উপ-নির্বাচনও দ্রুত অনুষ্ঠিত করার আহবান জানান তিনি।

ইতিমধ্যে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ইলেকশন ওয়ার্কিং গ্রুপও সংবাদ সম্মেলন করে বলেছে, খুলনা সিটি নির্বাচনে ৩২ শতাংশ কেন্দ্রে সহিংসতা অনিয়ম হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মে ১৬, ২০১৮

https://www.banglanews24.com/Election-Comission/news/bd/653735.details?fbclid=IwAR1SOAClRUpUJ1n_eR3fXY2oXSWNj4Vz66LKei5H9dmGgjsHo4KIjmZW_9I

ছাত্রলীগ গণশত্রুতে পরিণত হয়েছে: ববি হাজ্জাজ

এম এ আহাদ শাহীন: ছাত্রলীগ প্রকাশ্যে সাধারণ ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে। পুলিশি রাষ্ট্র বানানোর অপচেষ্টা কখনো শুভ ফল বয়ে আনে না উল্লেখ করে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, সরকার রাজপথের উত্তাপ টের পেয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বিরোধী আন্দোলন, শিক্ষকদের বেতন-ভাতার আন্দোলন এবং সাম্প্রতিক কোটা সংষ্কারের দাবীতে তারুণ্যের উত্তাল আন্দোলনে সরকারের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে।

রোববার বিকালে ঢাকা মহানগরে দলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ধারাবাহিক গণসংযোগের অংশ হিসাবে ঢাকা মহানগর দক্ষিণের মগবাজার এলাকায় দলীয় প্রচারপত্র বিতরণ কালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এনডিএম যাত্রা শুরু করেছিলো নাগরিক ক্ষমতায়নের প্রতিশ্রুতি নিয়ে এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে। আজ সরকার ডুবন্ত, কে বাঁচাবে তাঁকে? নিরপেক্ষ নির্বাচন হলে নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগণের আস্থার নতুন নাম হবে এনডিএম।

সরকারের তল্পিবাহক এরশাদ সাহেব, মতিয়া বা ইনুদের অস্তিত্ব তখন বিলীন হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় আরো বক্তব্য রাখেন এনডিএম মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ এম তাহের এবং ভাইস চেয়ারম্যান (শিল্প ও বাণিজ্য) এনায়েত কবির।

গণসংযোগে আরো উপস্থিত ছিলেন যুব আন্দোলন কেন্দ্রীয় আহবায়ক লায়ন নুরুজ্জামান হীরা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় আহবায়ক মো. ইসমাইল হোসেন, সদস্য সচিব মাসুদ রানা জুয়েল, কেন্দ্রীয় যুব নেতা মো. দিদার আলম, মো. শাহাদাত হোসেন, মো. ওমর ফারুক, মো. হাবিবুর রহমান, ছাত্র আন্দোলন দপ্তর সম্পাদক তাসনিম মাহমুদ শ্যানন, মহানগর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান ইয়ামিনসহ স্থানীয় যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতা-কর্মীবৃন্দ।

গণসংযোগকালে স্থানীয় দোকান মালিক ও সাধারণ মানুষের মধ্যে এনডিএম এর প্রতিষ্ঠাবার্ষিকীর প্রচারপত্র বিতরণ করেন ববি হাজ্জাজ।

https://www.amadershomoy.com/bn/2018/04/15/516831.htm

এরশাদ ও তারেকের মধ্যে ঐক্য হতে যাচ্ছে: ববি হাজ্জাজ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে ঐক্য স্থাপন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। বুধবার দুপুরে বনানীর চেয়ারম্যান কার্যালয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ের এক জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ববি হাজ্জাজ বলেন, ‘এখনও মধ্যপ্রাচ্যে বসে তাদের (বিএনপি-জাতীয় পার্টি) লোকজন গোপন সমঝোতার চেষ্টা চালাচ্ছে। ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার নীলনকশা হিসেবে তারেক রহমান গণতন্ত্রের চরিত্রে কালিমা লেপনকারী হুসেইন মুহম্মদ এরশাদকে আবারও রাষ্ট্রপতি করার টোপ দিয়ে যাচ্ছেন। অতীতে একইভাবে বিএনপি শাহ আজিজুর রহমানের মতো স্বাধীনতাবিরোধীকে প্রধানমন্ত্রী বানিয়েছিল। এই প্রক্রিয়া অব্যাহত থাকলে তারেক-এরশাদ ঐক্য এখন সময়ের ব্যাপার মাত্র।’

সভাশেষে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ‘সরকার উন্নয়নশীল দেশের তকমা উদযাপনে আত্মহারা হলেও মানুষের জীবনযাত্রায় স্বস্তি আসেনি। মানবাধিকারের উন্নয়ন, বিচার ব্যবস্থার উন্নয়ন, বাকস্বাধীনতার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়ন না হলে এগিয়ে যাওয়া যায় না।’

তিনি আরও বলেন, ‘বিতর্কিত ৫ জানুয়ারির নির্বাচনের পর দুধ-ভাত বিরোধী দলের ভূমিকায় থাকা জাতীয় পার্টি ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে। এই সমাবেশের মধ্য দিয়ে দুধ-কলা দিয়ে পোষা সাপটি কালসাপে পরিণত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার গণবিরোধী কর্মকাণ্ডের সঙ্গী করতে এর আগেও এরশাদ সাহেবের সঙ্গে আঁতাত করেছিলেন।’

আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, ক্ষমতার মসনদে কে বসবে সেটা জনগণের ভোটেই নির্ধারিত হবে। ববি হাজ্জাজ বলেন, ‘অতীতের মতো ভোট কারচুপি আর বিনাভোটের নির্বাচন এনডিএম হতে দিবে না। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ থেকে আগামী নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করার বার্তা দেওয়া হবে।’

সভাশেষে আগামী ২৪ মার্চ থেকে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের গণসংযোগ কর্মসূচি গ্রহণ এবং আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের প্রচারপত্র চূড়ান্ত করা হয়।

ববি হাজ্জাজ স্বাস্থ্যমন্ত্রীকে বলেন, আপনার খেলার বয়স নেই

হাওর বার্তা ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সাম্প্রতিক এক বক্তব্যের উল্লেখ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ‘মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাম্প্রতিক এক ভাষণে নির্বাচনকে লক্ষ্য করে বলেছেন তারা খেলতে পছন্দ করেন, খালি মাঠে গোল দিতে চান না। আমি বিনয়ের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীকে বলবো, আপনার খেলার বয়স নেই। দয়া করে জনস্বাস্থ্য নিয়ে ভাবুন। গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবার কি অবস্থা, সরকারি হাসপাতালগুলোতে ডাক্তার বসছে কিনা, পর্যাপ্ত অ্যাম্বুলেন্স আছে কিনা, জীবনরক্ষাকারী ওষুধের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা সেটা ভাবুন।’

গতকাল বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকালে ঢাকা মহানগরে দলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উপলক্ষ্যে ধারাবাহিক গণসংযোগের অংশ হিসাবে ঢাকা মহানগর দক্ষিণের শান্তিনগর কাঁচাবাজার এলাকায় দলীয় প্রচারপত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি।

ববি হাজ্জাজ আরও বলেন, ‘চলমান সরকারী নার্স নিয়োগ পরীক্ষা দুর্নীতি মুক্ত করুন। আসছে বর্ষা মৌসুমের আগেই রাজধানী ঢাকায় মশক নিধনের ব্যবস্থা করুন। আপনি খেলতে চান কিন্তু স্বাস্থ্যসেবার দিকে নজর নাই। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে কার্যকর করে গড়ে তুলুন, রোগতত্ত্ব ইনস্টিটিউট কি করছে খোঁজ নিন। চিকুনগুনিয়ায় আমরা আর ঢাকাবাসীকে নাকাল হতে দেখতে চাই না। জাতীয় সংসদ নির্বাচন যদি অংশগ্রহণমূলক হয় এবং আমরা যদি প্রভাবমুক্ত পরিবেশে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে পারি তাহলে আপনাকে খেলতে হবে না, বিজয় হবে গণতন্ত্রের।’

ববি হাজ্জাজ বলেন, ‘আমরা আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের মুখ থেকে বিভিন্ন সময় বিনোদনমূলক উক্তি শুনেছি। কেউ বলেছেন জ্ঞান রপ্তানি করবেন, সহনীয় পর্যায়ে ঘুষ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন, কেউ বলেছিলেন ঠেলাঠেলিতে ধসে পড়েছিল রানা প্লাজা আবার কারো কাছে পাঁচ হাজার কোটি টাকা লোপাট কোন ঘটনাই না।’

নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম যথেষ্ট ধীরগতিতে করছে অভিযোগ করে এসময় আরও বক্তব্য রাখেন এনডিএম মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ এম তাহের।

অনুষ্ঠান প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোমিনুল আমিনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন যুব আন্দোলন কেন্দ্রীয় আহ্বায়ক লায়ন নুরুজ্জামান হীরা, এনডিএম যুগ্ম বিভাগীয় সম্পাদক মো. ইউসুফ রানা, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় আহ্বায়ক মো. ইসমাইল হোসেন, কেন্দ্রীয় সদস্য সচিব মাসুদ রানা জুয়েল, কেন্দ্রীয় যুব নেতা মো. আব্দুল মোতালিব, মো. শাহাদাত, মো. ওমর ফারুক, মো. হাবিবুর রহমান, ছাত্র আন্দোলন মহানগর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান ইয়ামিনসহ স্থানীয় যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতা-কর্মীবৃন্দ।

গণসংযোগকালে স্থানীয় দোকান মালিক ও সাধারণ মানুষের মধ্যে এনডিএম এর প্রতিষ্ঠাবার্ষিকীর প্রচারপত্র বিতরণ করেন জনাব হাজ্জাজ।

https://haorbarta24.com/archives/73630

ববি হাজ্জাজের দলের নিবন্ধন নিয়ে হাইকোর্টের রায় রোববার

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক উপদেষ্টা ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) নিবন্ধন নিয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২১ অক্টোবর (রোববার) রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

এর আগে গত ৮ জুলাই জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) -কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন (ইসি) সচিবসহ তিনজনকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। এনডিএমর পক্ষে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজের করা এক রিট আবেদনের শুনানি এ আদেশ দেয়া হয়।

ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, রাজনৈতিক দল হিসেবে ২০১৭ সালের ২৪ এপ্রিল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) প্রতিষ্ঠা করা হয়। এরপর নিবন্ধন চেয়ে গত বছর ২৪ ডিসেম্বর ইসিতে আবেদন করেন ববি হাজ্জাজ। কিন্তু এ বিষয়ে ইসির কোনো সিদ্ধান্ত জানতে না পেরে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। এ রিট আবেদনে হাইকোর্ট দুই সপ্তাহের মধ্যে ববি হাজ্জাজের আবেদন নিষ্পত্তি করতে ইসিকে নির্দেশ দেন। এরপর ২৮ জুন ইসির পক্ষ থেকে জানানো হয় যে, গত ১১ জুন এডিএম’র আবেদন খারিজ করা হয়েছে। এ চিঠি পাওয়ার পর ববি হাজ্জাজ নিবন্ধনের নির্দেশনা চেয়ে নতুন করে রিট আবেদন করেন। এ আবেদনের ওপর শুনানি শেষে রুল জারি করেন আদালত।

https://www.jagonews24.com/law-courts/news/457502?fbclid=IwAR3RQq4dm2PArGX2BivP8AIIZx7d0spbpz3ZZqxeee_QRZThWdUSzRu9ae0

দলের নিবন্ধন কার্যক্রম সম্পর্কে অবহিত করে নির্বাচন কমিশনে এনডিএম মহাসচিবের চিঠি প্রদান

বিশেষ প্রতিবেদকঃ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম এর মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ মোঃ তাহের দলের নিবন্ধন কার্যক্রম সম্পর্কে অবহিত করে এবং নিবন্ধন সংক্রান্ত দাপ্তরিক সহযোগীতা চেয়ে নির্বাচন কমিশন সচিব (ভারপ্রাপ্ত) বরাবর একটি চিঠি প্রদান করেছেন।

আজ ৯ নভেম্বর, ২০১৭ ইং তারিখ রোজঃ বৃহস্পতিবার এনডিএম মহাসচিব সাক্ষরিত এই চিঠি নির্বাচন কমিশন সচিব (ভারপ্রাপ্ত) দপ্তরে পৌঁছেদেন এনডিএম এর অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন (সম্মেলন প্রস্তুতি কমিটি) আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন।

চিঠিতে এনডিএম মহাসচিব আশা ব্যক্ত করেন নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী সকল শর্ত পূরণ করে নতুন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত হবে একমাত্র এনডিএম। এছাড়াও চিঠিতে দলের তহবিল সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রমের হয়রানি সম্পর্কে নির্বাচন কমিশনকে অবহিত করা হয় এবং দলীয় প্রতীক বাছাই করতে নির্বাচন পরিচালনা বিধিমালার নির্ধারিত প্রতীকের তালিকা চাওয়া হয়।

এছাড়াও দীর্ঘদিন পর রাজনৈতিক দল নিবন্ধনের সুযোগ দেয়ায় ইতোমধ্যে নির্বাচন কমিশনকে এনডিএম এর পক্ষ থেকে দেয়া ধন্যবাদের কথা চিঠিতে উল্লেখ করা হয়।

https://thenewse.com/%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae-%e0%a6%b8/?fbclid=IwAR2Zt5I42Of9vC3kx3aUYutUI8IUYBANXkuW-5rUTCtrUaHoi9P_Hh0dFL8

/ In Defense, Elections, Government, NDM, Uncategorized / By admin / Comments Off on দলের নিবন্ধন কার্যক্রম সম্পর্কে অবহিত করে নির্বাচন কমিশনে এনডিএম মহাসচিবের চিঠি প্রদান

নিবন্ধন পেতে মাঠে তৎপর এনডিএম

বিশেষ প্রতিবেদকঃ দলের নিবন্ধনসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে শক্তিশালী প্রার্থী খোঁজার কাজে তৃণমূলে তৎপর রয়েছে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনএনডিএম। এনডিএম এর মূল লক্ষ্য রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মাধ্যমে জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠা। সেই লক্ষ্যে আগামী নির্বাচনে ব্যাপক সাড়া ফেলতে প্রস্তুতি নেয়া হচ্ছে।

এনডিএম এর চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ এর পক্ষ থেকে নিবন্ধন বিষয়ক আলোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি প্রদান করা হয়েছে। জননেতা ববি হাজ্জাজ আশা করেন, সত্যিকারের গণমানুষের দল হিসাবে নির্বাচন কমিশন এনডিএম–কে যথা সময়ে নিবন্ধন প্রদান করবে।

নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন চাওয়ার বিজ্ঞপ্তি দিলেই সকল শর্ত পূরণ করে আবেদনপত্র জমা দেয়া হবে। দলের মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ মোঃ তাহেরকে প্রধান করে এরই মধ্যে দলের নিবন্ধন বিষয়ক একটি উপকমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, দলের ভাইস চেয়ারম্যান এনায়েত কবির, এনডিএম চেয়ারম্যানের বিশেষ সহকারী মোমিনুল আমিন, দপ্তর সম্পাদক পারভেজ খান ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন মোল্লা।

https://thenewse.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%8e%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%a8/?fbclid=IwAR0w5NVY8WYThUFbcm1xbdGKrXrFCn8D-DKhZmPvtsU3kAbNoBWtOziQ0qo