কোমলমতি শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করা সচেতন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর সরকার দলীয় ছাত্র সংগঠনের হায়েনার মত আক্রমণ রীতিমত লজ্জার। অতীতেও কোটা সংষ্কার নিয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন নির্মমভাবে দমন করে ছাত্রলীগ। বললেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।
তিনি আরও বলেন, গতকাল বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইষ্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়সহ এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদী মিছিলে ছাত্রলীগের হামলা ছিলো বর্বরোচিত এবং ন্যাক্করজনক। এর আগেও ভ্যাট বিরোধী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আন্দোলনে বাঁধা হয়ে দাঁড়িয়েছিলো ছাত্রলীগ। সবচেয়ে পুরানো ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনটির ধারাবাহিক অধঃপতন সরকারের স্বৈরাচারি মনোভাবকেই তুলে ধরে।
ববি হাজ্জাজ বলেন, সাম্প্রতিক ঢাকার রাজপথে কলেজ শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে সাধারণ ছাত্র-ছাত্রীদের ৯ দফা আন্দোলন ছিলো ঘুণে ধরা রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি চপেটাঘাত।
তিনি পাঁচজন ফটোসাংবাদিকের উপর কাপুরোষিত হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়েছেন।