পরিবহন মালিকরা কি সরকারের উর্ধ্বে?

ঢাকাঃ রাজধানী ঢাকাতে চলমান পরিবহন সঙ্কট ও নৈরাজ্যে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ।

১৮ এপ্রিল মঙ্গলবার এক বিবৃতিতে জনাব ববি হাজ্জাজ বলেন, সরকারি সিদ্ধান্তে ১৫ এপ্রিল থেকে রাজধানীতে সিটিং সার্ভিস বাস বন্ধ রয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে সিটিং সার্ভিস তো বন্ধ হয়নি বরং অতিরিক্ত ভাড়ায় ডাইরেক্ট বাস সার্ভিস নামে গাদাগাদি করে যাত্রীদের বাসসেবা গ্রহণ করতে হচ্ছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে অফিসগামী যাত্রী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও নারী যাত্রীদের। সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকায় কৃত্রিম বাস সঙ্কটের সংবাদও আসছে।

তাহলে প্রশ্ন জাগে, সরকারের নীতি নির্ধারকদের চেয়ে কি বাস মালিকদের ক্ষমতা বেশি। তারা কি সরকারের নীতি নির্ধারকদের উর্ধ্বে? গণ পরিবহনের নৈরাজ্য নিয়ন্ত্রণে আমরা কখনোই সরকারকে আন্তরিক হতে দেখিনি। ঢাকার রাজপথে সিএনজি অটোরিক্সা ও ট্যাক্সিক্যাব সার্ভিস এখনো পুরোপুরি যাত্রী বান্ধব হয়নি।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ অবিলম্বে যাত্রী ভোগান্তি হ্রাসে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢাকায় পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার আহŸান জানিয়েছেন।

http://shadhinbangla24.com/bn/news/503623?fbclid=IwAR21GWrG3E3Tu5K6HHQBlZXuwIN1Pi7eE7wEwtR3GlwMJUpo8SaJAYaUSQg