নিবন্ধন পেতে মাঠে তৎপর এনডিএম

বিশেষ প্রতিবেদকঃ দলের নিবন্ধনসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে শক্তিশালী প্রার্থী খোঁজার কাজে তৃণমূলে তৎপর রয়েছে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনএনডিএম। এনডিএম এর মূল লক্ষ্য রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মাধ্যমে জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠা। সেই লক্ষ্যে আগামী নির্বাচনে ব্যাপক সাড়া ফেলতে প্রস্তুতি নেয়া হচ্ছে।

এনডিএম এর চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ এর পক্ষ থেকে নিবন্ধন বিষয়ক আলোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি প্রদান করা হয়েছে। জননেতা ববি হাজ্জাজ আশা করেন, সত্যিকারের গণমানুষের দল হিসাবে নির্বাচন কমিশন এনডিএম–কে যথা সময়ে নিবন্ধন প্রদান করবে।

নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন চাওয়ার বিজ্ঞপ্তি দিলেই সকল শর্ত পূরণ করে আবেদনপত্র জমা দেয়া হবে। দলের মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ মোঃ তাহেরকে প্রধান করে এরই মধ্যে দলের নিবন্ধন বিষয়ক একটি উপকমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, দলের ভাইস চেয়ারম্যান এনায়েত কবির, এনডিএম চেয়ারম্যানের বিশেষ সহকারী মোমিনুল আমিন, দপ্তর সম্পাদক পারভেজ খান ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন মোল্লা।

https://thenewse.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%8e%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%a8/?fbclid=IwAR0w5NVY8WYThUFbcm1xbdGKrXrFCn8D-DKhZmPvtsU3kAbNoBWtOziQ0qo