নতজানু পররাষ্ট্রনীতির কারণে প্রতি বছরই উত্তরবঙ্গের মানুষকে ক্ষতিগ্রস্থ হতে হয় -ববি হাজ্জাজ

বিশেষ প্রতিবেদকঃ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম এর মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে প্রতিবছরই দেশের উত্তরবঙ্গের মানুষকে ক্ষতিগ্রস্থ হতে হচ্ছে।

আজ ২৫ আগষ্ট রোজ শুক্রবার দিনাজপুর বিরামপুর উপজেলায় বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদানের সময় এনডিএম এর মাননীয় চেয়ারম্যান এসব কথা বলেন।

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে দূর্গতদের অবস্থা সরজমিনে পরিদর্শন ও ত্রাণ সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে উত্তরবঙ্গ সফর করছেন এনডিএম চেয়ারম্যান।

এর ধারাবাহিকতায় আজ বিরামপুরে স্থানীয় এনডিএম কমিটি কর্তৃক আয়োজিত ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে জনাব হাজ্জাজ বলেন, “স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকারের অবদান আমরা সবসময় কৃতজ্ঞতার সাথে স্বরণ করি। তারা বৃহত্তম প্রতিবেশী দেশ হলেও কোন সরকারই তাদের সাথে আলোচনার ভিত্তিতে দেশের স্বার্থ রক্ষা করতে পারে নাই। আমরা তিস্তার পানি পাই নাই। বর্ষা মৌসুমে ফারাক্কা বাঁধ খুলে দেয়া হয়, তলিয়ে যায় এদেশের হাজারও ঘর-বাড়ি, ভেসে যায় ফসলি জমি। দিনাজপুরের ১৩টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে।

বিরামপুর উপজেলা এনডিএম এর সমন্বয়কারী মোঃ মুজাহিদুল ইসলাম মানিকের সভাপতিত্বে ত্রাণ বিতরন কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন এনডিএম এর মহাসচিব (চলতি দায়িত্ব) অধ্যাপক আব্দুল্লাহ মোঃ তাহের। তিনি তাঁর বক্তব্যে বলেন, গণমানুষের দল এনডিএম, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ্।

https://thenewse.com/%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be/?fbclid=IwAR0-ZOUpgHZu9_aP7WBlQU1wTQrTHBtyuGmQJHFUADEfrbR7oEBzbTz-7WY

/ In Defense, Elections, Government, NDM, Uncategorized / By admin / Comments Off on নতজানু পররাষ্ট্রনীতির কারণে প্রতি বছরই উত্তরবঙ্গের মানুষকে ক্ষতিগ্রস্থ হতে হয় -ববি হাজ্জাজ