উন্নয়নের জোয়ারে নয়, দেশ ভাসছে বাঁধ বিপর্যয়ে: ববি হাজ্জাজ

ঢাকাঃ  জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ সা¤প্রতিক হাওর অঞ্চলসমূহে বিপর্যয়ে গভীর উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, নেত্রকোনার জেলার প্রায় ৭০ হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে, সুনামগঞ্জের হাওর অঞ্চলের তিন লাখ পরিবার পথে বসেছে।

সুনামগঞ্জের সরকারি দলের অঙ্গসংগঠনের নেতাদের সিন্ডিকেটে নিম্নমানের ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে বাঁধ নির্মান কাজ করার ফলে আজ জনজীবনে ভয়াবহ দূর্যোগ নেমে এসেছে। একই অবস্থা কিশোরগঞ্জসহ দেশের অন্যান্য হাওর অঞ্চলে। এসব অঞ্চলে চরম মানবিক বিপর্যয়ই নয়, জীববৈচিত্র্য বিপন্ন হওয়ার আশংকা রয়েছে। এই বিপর্যয়ের ফলে সারাদেশে ইতোমধ্যে বেড়ে গেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম।

গত ৩৫ বছরের মধ্যে এবছর এপ্রিল মাসে রেকর্ড পরিমান বৃষ্টি হয়েছে। আমরা চট্টগ্রাম মহানগরীকে পানিতে ভাসতে দেখেছি। এনডিএম চেয়ারম্যান বলেন, উন্নয়নের গণতন্ত্রের মুখস্ত বুলি শুনিয়ে জনগনকে ধোঁকা দেয়া হচ্ছে, জবাবদিহিতামূলক গণতন্ত্র ছাড়া প্রকৃত উন্নয়ন যে সম্ভব নয় তার প্রমান ভয়াবহ এই বিপর্যয়ের পিছনে প্রশাসনের গাফিলতি এবং টেন্ডার দূর্ণীতির মাধ্যমে সরকারিদলের লোকদের পকেট ভারী।

 

ববি হাজ্জাজ অবিলম্বে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আহŸবান জানান এবং দূর্গত এলাকায় পর্যাপ্ত ত্রান সরবারহ, কৃষক, জেলে, শ্রমিকভাইদের জন্য বিশেষ প্রনোদনা এবং তাঁদের ঋণ থাকলে তা মওকুফসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি আহŸান জানান। সিলেটে বিপর্যস্ত এলাকায় মহানগর দলীয় নেতা-কর্মীদের জনগনের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা প্রদান করেছেন এনডিএম চেয়ারম্যান।

http://shadhinbangla24.com/bn/news/505624?fbclid=IwAR0ieWT8MJWVKbT-jssKBKa197I9vNpeyv-vt8tmvzv1q4TeMpD2ZYTyTpg