ঈদে মহাসড়ক যেন মহাআতঙ্ক না হয়: ববি হাজ্জাজ

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ জনগণের আনন্দময় ঈদ উদযাপন নিশ্চিত করার জন্য মহাসড়কগুলোকে নিরাপদ ও যানজটমুক্ত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এনডিএম-এর ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
আগামী কয়েকদিনের মধ্যে মহাসড়কগুলো নিরাপদ ও যানজটমুক্ত করতে সরকার ব্যবস্থা নেবেন বলে ববি হাজ্জাজ আশাবাদ ব্যক্ত করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতি ঈদেই বাড়ি ফিরতে গিয়ে মানুষকে ভোগান্তির শিকার হতে হয়। অথচ একটু পরিকল্পনা করে আগে থেকে ব্যবস্থা নিলে এ পরিস্থিতি অনেকটাই এড়ানো যায়। এতে জনগণের কষ্টও লাঘব হবে।’
মাহফিলে আরও ছিলেন এনডিএম-এর মহাসচিব (চলতি দায়িত্বে) অধ্যাপক আব্দুল্লাহ মো. তাহের, সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সৈয়দা সাদিয়া মেহ্জাবীন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. কায়সারুর ইসলাম, বিভাগীয় সম্পাদক (প্রচার ও প্রকাশনা) শেখ মো. আলমগীর।

https://www.banglatribune.com/politics/other-politics/217527/%E0%A6%88%E0%A6%A6%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%9C%E0%A6%95-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%86%E0%A6%A4%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B9%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%9C