ঢাকাঃ আওয়ামী লীগ-বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জাতীয় পার্টিসহ সকল রাজনৈতিক দলকে আগামী ২৪ এপ্রিল দুপুর ২.০০ ঘটিকায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। জনাব ববি হাজ্জাজের নেতৃত্বাধীন এনডিএম এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও উপস্থিত থাকবেন।
বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এনডিএম এর পক্ষে আমন্ত্রণপত্র পৌঁছে দেন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দা সাদিয়া মাহজাবিন ও এডভোকেট কায়সারুল আলম কায়সার ।।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন এনডিএম এর যুগ্ম বিভাগীয় সম্পাদক পারভেজ খান ও জিসান খান। খালেদা জিয়ার পক্ষে আমন্ত্রণপত্র গ্রহণ করেন চেয়ারপারসনের বিশেষ সহকারি শিমুল বিশ্বাস। শিমুল বিশ্বাস বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে এনডিএমকে সাধুবাদ জানান ও দলের সমৃদ্ধি কামনা করেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের হাতে আমন্ত্রণপত্র পৌঁছে দেন এনডিএম এর যুগ্ম বিভাগীয় সম্পাদক পারভেজ খান ও জিসান খান। এসময় হুসেইন মুহম্মদ এরশাদ এনডিএম এর জন্য শুভকামনা জানান ও দলের চেয়ারম্যান ববি হাজ্জাজের জন্য দোয়া করেন।
এছাড়া বাংলাদেশ-ন্যাপ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, জাতীয় পার্টি- জেপি, ইসলামী ঐক্য আন্দোলন, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে ১১ এপ্রিল মঙ্গলবার আমন্ত্রণ জানানো হয়েছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) , জনাব আ স ম আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি( সিপিবি), গণ সংহতি আন্দোলন, বাংলাদেশ তরিকত ফেডারেশন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাকের পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ ও নাগরিক ঐক্যকে।